Facebook এখন নিত্যদিনের সঙ্গী। 8 থেকে 80 প্রায় সকল স্মার্টফোন ব্যবহারকারী হয়েছেন সোশাল মিডিয়ায়। কেউ নতুন বা কেউ দীর্ঘদিন ধরে। যারা তুলনামূলক বেশি দিন ধরে Facebook ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে বোঝা সম্ভব হয়না সেই তালিকায় থাকা কোনও বন্ধু আপনাকে আনফ্রেন্ড করে দিল কিনা। কিন্তু কীভাবে বুঝবেন? জেনে নিন সহজ পদ্ধতি-..ফেসবুকের সরাসরি কোনও নোটিফিকেশন পদ্ধতি নেই যার মাধ্যমে আপনি জানতে পারবেন কে আপনাকে আনফ্রেন্ড করল। তবে নীচে দেওয়া 3টি পদ্ধতির মাধ্যমে আপনি জানতে পারবেন পুরো বিষয়টি।
মোবাইল সিমে এই পরিবর্তন আজই করুন, নয়তো বন্ধ হবে নম্বর!
কারোর কোনও পোস্ট যদি ‘Friends’হিসেবে মার্ক করা থাকে-
যদি কেউ আপনাকে আনফ্রেন্ড করে দেয় তাহলে আপনি যে তাদের কোনও পোস্ট দেখতে পাবেন না এমনটা নয়। কারণ যে কোনও ফেসবুক ব্যবহারকারীর পাবলিক পোস্ট আপনি দেখতে পাবেন। অনেক সময় আপনার এবং যে আপনাকে আনফ্রেন্ড করেছে সেই বন্ধুর মিউচুয়াল ফ্রেন্ড সেই পোস্ট শেয়ার করতে পারে।
WhatsApp Image
এক্ষেত্রে কোনও পোস্ট দেখার সময় লক্ষ্য করুন ওই পোস্টে একদম উপরে বাঁদিকের কোনে কী আইকন দেখাচ্ছে। যদি মানুষের আইকন দেখায় তাহলে বুঝবেন ওই পোস্টটি প্রাইভেট এবং বন্ধু রয়েছেন বলেই আপনি পোস্টটি দেখতে পাবেন। এবং যদি গ্লোবের আইকন দেখেন তাহলে বুঝতে হবে সেটি পাবলিক পোস্ট। যদি আপনি কোনও ব্যক্তির শুধুমাত্র পাবলিক পোস্টগুলিই শুধুমাত্র দেখতে পান তাহলে সম্ভবত ওই ব্যক্তি আপনাকে আনফ্রেন্ড করেছে বা বন্ধু তালিকায় নেই। এবং সেকারণে শুধুমাত্র পাবলিক পোস্টই দেখতে পাচ্ছেন এবং প্রাইভেট পোস্ট দেখতে পাচ্ছেন না।
প্রয়োজনে সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইল চেক করতে পারেন। তাহলে বুঝতে পারবেন আপনার সঙ্গে ওই ব্যক্তির বন্ধুত্ব রয়েছে কিনা।
ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে কি কোনও নোটিফিকেশন আসে?
না
কেউ আমাকে আনফ্রেন্ড করলে আমি কি নিজে থেকেই জানতে পারব?
না
কোনও ব্যক্তি আমার ফ্রেন্ডলিস্টে রয়েছে কিনা তা বুঝব কী করে?
ফ্রেন্ড লিস্টে গিয়ে ওই ব্যক্তির নাম চেক করতে হবে। যদি নাম দেখায় তাহলে বুঝতে হবে ফ্রেন্ডলিস্টে রয়েছে আর না দেখালে বুঝবেন ওই ব্যক্তি আপনার বন্ধুত্বের তালিকায় নেই।
আমি যদি কাউকে ভুল করে আনফ্রেন্ড করে দিই তাহলে আমি কি সেটা বুঝতে পারব?
না বোঝা সম্ভব নয়। এরজন্য ফ্রেন্ড লিস্ট চেক করতে হবে।