কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে, তেল ডিপোতে থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখা গেছে। কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে শহরটির স্থানীয় প্রশাসন।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বছরের এক শিশু মারা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের রিপোর্টে বলা হয়েছে, এই শিশুটিই কিয়েভে সংঘর্ষে মারা যাওয়া সর্ব কনিষ্ঠ ব্যক্তি। ওই বন্দুক হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জন কিশোরও আছে।