এমন এক দেশের গল্প বলব আজ যেখানে সব থাকে আজব প্রাণী,
নিজ দেশের সংবিধান না মেনে সবাই কেবল শোনায় ধর্মের বাণী!
সেখানে ভালোবাসার মানুষকে খোলা আকাশের নিচে চুমু খেলে নাই তোমার মাফ,
তবে পুরুষ হয়ে জন্ম হলে মনের হরষে যেথা সেথা করিতে পারিবে প্রস্রাব!
সেথা নারী-পুরুষের ভালোবাসাবাসিতে সবার আপত্তি যত;
অথচ সেই ভালোবাসার ফসল জনসংখ্যা কেবল বাড়ছে শতশত!
মনে তাই প্রশ্ন জাগে সেই জনসংখ্যা গুলো কি তবে কেবল যৌনতারই ছাপ?
নারী-পুরুষের ভালোবাসাবাসিই যেখানে গণ্য হয় সবচেয়ে বড় পাপ!
কোরআন কোরআন বলে চিৎকার করে তারা বলে কুরআনেই নাকি আছে সকল সুখ,
অথচ সেই কোরআনের আইন অমান্য করে নারী নেত্রীর আঁচলে ঢাকে নিজের মুখ!
মুক্তমনারা নাকি তাদের অনুভূতিতে আঘাত করে এই বলে চিল্লায়,
কিন্তু মোল্লারা যখন বিধর্মীদের অনায়াসেই গালি দেয় তখন দাঁত কেলায়!
মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে তারা পরকালের সুখ চায়,
অথচ সূরা নিসার ৩৪ আয়াতের বরাত দিয়ে হুদাই বউ পেটায়!
সেই আজব দেশের নামটি কি ভাই তোমরা কি কেউ জানো?
জেনে থাকলে নিজ বিবেকরে শুধাও তোমরা কেমনে এসব মানো?!
আমি বাপু সেই দেশেরই মানুষ তাই মনে মনে হাসি,
ওদের বিবেককে নাড়া দিতে লাখো মানুষের গালি খেয়েও দু’চারটে কথা বলি;
কারণ দেশটাকে যে বড্ড ভালোবাসি!
Lopa Rahman
1.6.2020