নতুন বছরকে বরণ করতে গিয়ে জম্মু-কাশ্মিরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিটে ঘটে। আহতদের অনেকেরই শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে জানানো হয়েছে প্রশাসন ও হাসপাতাল থেকে।
জম্মু কাশ্মিরের জন্য মর্মান্তিক ভাবে শুরু হল নতুন বছর। নতুন বছরকে বরণ করতে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড়ে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের বাইরে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। নতুন বছরে অতিরিক্ত ভক্তের আগমনের ফলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে ।
আহতদের মাতা বৈষ্ণ দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
পাশাপাশি, নিহতদের প্রতি পরিবার ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।