গত বছর দুটি স্মার্টফোন বাজারে আনে টেক জায়ান্ট গুগল। কিন্তু সেটি তেমন গ্রাহক জনপ্রিয়তা পায়নি। তবে এবার স্মার্টওয়াচ আনতে যাচ্ছে এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে এটি উন্মুক্ত করা হবে। এমনটি জানিয়েছেন জন প্রোসার। যিনি গুগলের ইন্ডাস্ট্রি ইনসাইডর হিসেবে কাজ করেন। তিনি বলেন, মে মাসের ২৬ তারিখ এটি উন্মুক্ত করা হবে।
যদিও গত বছরে স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছিল গুগল। কিন্তু কোনো কারণে পিক্সেল ওয়াচটি বাজারে আনা সম্ভব হয়নি।বলা হচ্ছে, স্মার্টওয়াচটি হবে খুবই স্লিম। এর ফ্রেম মেটালিক। দেখতে খুবই আকর্ষণীয় হবে। তবে এর বেশি কিছু বলা হয়নি। এছাড়া অন্যান্য স্মার্টওয়াচের মতো অন্য সব ফিচার যুক্ত থাকবে।
স্মার্টওয়াচটি চারটি কালারের হবে নীল, ধূসর, কমলা স্ট্রিপ এবং ব্লাক। বলা হচ্ছে, এই স্মার্টওয়াচটিতে ইন্টারনেট সংযোগ করা যাবে। তবে এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। এজন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।