বাংলাদেশের ধর্ম মাতালেরা বলে বেড়াচ্ছে লতা মঙ্গেশকর নাকি জাহান্নামে যাবেন, ভারতীয় গান নাকি মুসলমানদের জন্য হারাম ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা, লতার গানের সুর চুরি করে ওয়াজ করা বুঝি খুব আরামের তাইনা? তখন এগুলো আর হারাম থাকে না।

সাঈদী থেকে শুরু করে আজহারী, প্রায় সব ক’টা মোল্লার গানের সুর লতা মঙ্গেশকর এর বিভিন্ন গান থেকে চুরি করা।
৩৬ টির বেশি ভাষায় ৩০ হাজার এর বেশি গান গেয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর৷
স্বর্গ নরক যদি থেকেও থাকে এবং তোমাদের(ইসলামের) বিশ্বাস অনুযায়ী লতা মঙ্গেশকর যদি জানান্নামি হয়েও থাকেন তবে আমি জাহান্নামেই যেতে চাই। অন্ততপক্ষে লতা মঙ্গেশকরদের মত মানুষদের জন্য জাহান্নামেই যেতে চাই।
ইসলামের বিশ্বাস, নির্দেশনা মোতাবেক পৃথিবীর প্রায় সকল কিংবদন্তী জাহান্নামি হবেন। অসুবিধা কি?
মোল্লাদের সাথে জান্নাতে যাওয়ার মত শাস্তি আর কী হতে পারে?
ধর্মান্ধগুলোর আচারব্যবহার খেয়াল করলে স্পষ্ট হবেন, তাদের সাথে অন্ততপক্ষে সুস্থ মানুষ পথ চলতে চাইবেন না।
যাও তোমরা, জান্নাতে যাও। ধর্ম মাতালেরা, তোমাদের জন্য জান্নাতই উপযুক্ত স্থান।
দেখতেই তো পাচ্ছি, যে দেশে যতো বেশি ধর্ম মাতাল, সে দেশ ততোই বড় বড় একেকটা জান্নাত।
আর তোমরা তোমাদের জান্নাত ছেড়ে নাস্তিক, সেকুলারদের দেশে যাওয়ার জন্য মুখিয়ে থাকো।
জান্নাতে গিয়েও যে তোমরা একই কাজ করবে সেটা তোমাদের আচরণ বলে দিচ্ছে৷
যাও, জান্নাতে যাও, জান্নাতেই থাকো।