টাকার লোভে নিজের স্ত্রীকে বন্ধুর কাছে ধর্ষণ করতে দিলেন স্বামী। এমন জঘন্য ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ জেলায়। ২২ বছরের সেই তরুণী পুলিশের কাছে বুধবার অভিযোগ দায়ের করেন। তবে তিনি জানান, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই নারীর স্বামী ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীর বয়ান অনুযায়ী, তার স্বামী প্রায়ই রাতে মদ খেয়ে বাড়িতে ঢুকত। গত ২২ সেপ্টেম্বর মদ খেয়ে এক বন্ধুকে নিয়ে বাড়িতে ঢোকে সে। ওই বন্ধু তার স্বামীর সামনেই তাকে ধর্ষণ করে বলে জানান ওই গৃহবধ‚।
পরে তিনি জানতে পারেন, তার স্বামীকে এজন্য ১০ হাজার টাকা দিয়েছে ওই বন্ধু। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ধর্ষিতা। তার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি।