মুসলিম দেশের অলিতে গলিতে হালাল ক্যাসিনো থাকে;
সারা রাত জুয়া খেলে তারা সুবেহ সাদিকে আল্লার নামে ডাকে!
পাপ মোচনে জুয়ার ব্যাবসার অতিরিক্ত টাকায় তারা করতে যায় হজ্জ,
মক্কার মাটিতে পাপ ধুয়ে এসে নতুন করে চলে নারী আর মদের নেশার ভুরিভোজ!
তারাই দেখি জুম্মাবারে সবার আগে মসজিদে ছুটে যায়;
দিনরাত বউ পিটিয়ে ‘মা’ নামের নারীটির পায়েই জান্নাত খুঁজে পায়!
এরাই দেখি বাংলা ভুলে গিয়ে ‘মাশাল্লাহ সুবানাল্লা’ বলে আরবীতে হাঁকে;
ছাদে-উকুন কিংবা সাদিকুন শব্দের মানে জিগাইলে বোকার মতো চেয়ে থাকে!
এরাই আবার রাস্তার কোনো নর্দমার কাদা লেগে থাকা গরীবকে দেখে ‘ছোটোলোক’ বলে অনাবিল আনন্দ পান
,
মসজিদ মাদ্রাসায় যাকাতের টাকাগুলো সব ঢেলে দিয়ে বেহেশতে যাবার সুখে জমজমের পানি দিয়ে এরাই করে স্নান!
নিত্য মসজিদে যায় কিন্তু ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’ কইলেই হয় তাদের অপমান!
এসব দেখে আমি লোপা বিস্ময়ে হয়ে যাই হতবাক;
হিজাবী বোনেরা দেখি টাইট জামা পরে নিতম্ব দুলিয়ে প্রেম করতে যায় ঝাঁকে ঝাঁক!
মুসলিম সমাজের এরাই মুমিন উজ্জল করিতেছে বাকি মুমিনদের সর্দি ভরা নাক!
Lopa Rahman
24.09.2019