যুক্তরাজ্যের ওয়েলসের সমুদ্র তীরে মিলেছে একটি পায়ের ছাপ। বিশেষজ্ঞরা ধারণা এটি ২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ।
লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট জানিয়েছেন, পায়ের ছাপটি ট্রায়াসিক আমলের। আর এটি সাউরোপড ডাইনোসরের প্রাথমিক প্রজাতির। তিনি বলেন, আমরা জানি ওই সময়ে সাউরোপড ডাইনোসর যুক্তরাজ্যে বাস করতো। সমারসেটে ওই একই সময়ের ডাইনোসরের হাড় পাওয়া গেছে।
২০২০ সালে একজন অপেশাদার জীবাশ্মবিদ প্রথম এই পায়ের ছাপের ছবিটি ড. সুসান্নাহ মেইডমেন্ট ও তার সহকর্মী প্রফেসর পল ব্যারেটের কাছে পাঠান। প্রথমে তারা এই আবিষ্কার নিয়ে সন্দিহান হয়ে ওঠেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাপটির মাপ রেকর্ড করেন। গবেষণায় তারা নিশ্চিত হন এটি ডাইনোসরের পায়ের ছাপ।
ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম জানিয়েছে, এই আবিষ্কারের মাধ্যমে ডাইনোসরের আচরণ নিয়ে নতুন তথ্য জানা যেতে পারে। ডাইনোসর কিভাবে হাঁটতো এবং পালে ঘুরে বেড়াতো কিনা তাও জানা যাবে এই আবিষ্কারের মাধ্যমে।