নয়াদিল্লি: টিভিতে একটি শো করেছিলেন তিনি। তারপর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভেসে যাচ্ছে মেসেজের বন্যায়। তাঁকে শারীরিক গঠনে মুগ্ধরা বারবার মেসেজ করছেন, আর বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন। ডেইলি স্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন ফ্যাশান ব্যাবসায়ী টেনসেল অ্যাডাকানা জানিয়েছেন, তিনি নেকেড অ্যাট্রাকশন নামে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। চ্যানেল ফোর-এর সেই অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার পর থেকেই তাঁর কাছে নানারকম প্রস্তাব আসছে।
তিনি বলছেন, অসংখ্য মেসেজের মধ্যে একটি মেসেজে তাঁর চোখ আটকে গিয়েছে। সেটি করেছেন একজন মহিলা। তিনি প্রস্তাব দিয়েছেন ১৫ হাজার ইউরো দেওয়ার।
প্রথমে টেনসেল ভেবেছিলেন কেউ হয়ত মজা করছে। কিন্তু ওই মহিলা ক্রমাগত ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে থাকেন। তিনি শেষ প্রস্তাব দেন ক্যালিফোর্নিয়া গিয়ে একটি পাঁচ তারা হোটেলে তাঁর স্বামীর সামনে যৌনতায় লিপ্ত হতে চান। যাতে তাঁর স্বামীর হিংসা হয়।