সংশয়বাদ কাকে বলে? আমাদের ওয়েবসাইটের নাম কেন সংশয়?
সংশয়বাদ শব্দটির অর্থ অনেক বৃহৎ, বলা যেতে পারে এটি একটি বিগ আম্ব্রেলা বা বড় ছাতা যার মধ্যে অনেক কিছু রয়েছে। যেকোন কিছুকে বিনাবাক্যব্যয়ে মেনে না নিয়ে যাচাই বাছাই করা, প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা হয়। সাধারণত আমরা ছোটবেলা থেকে নানান কথা, উপকথা এবং রূপকথা শুনে বড় হই। সেগুলোর মধ্যে কোনটি যৌক্তিক আর কোনটি অযৌক্তিক, তা বিচার না করেই মেনে নিই বা বিশ্বাস করি। কিন্তু যুক্তিবাদী মানুষের উচিত, যাচাই করে দেখা।
সাধারণ্যে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কোনো কিছুর নিদর্শন পেলে তাকে বিনা বাক্য ব্যয়ে মেনে না নিয়ে বরং সেই নিদর্শনটিকে প্রশ্নবিদ্ধ করাই সংশয়বাদ। যারা মনে করেন সংশয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে নানা প্রথা ও সংস্কার সমূহ, প্রতিষ্ঠানসমূহকে যাচাই করে দেখা জরুরি, তারাই সংশয়বাদী।
বাঙলাদেশের প্রখ্যাত নাস্তিক এবং মুক্তমনা, দর্শনের শিক্ষক অধ্যক্ষ সাইদুর রহমানের বাসভবনের নাম ছিল সংশয়। এই নামটি আমাদের ওয়েবসাইটের নাম হিসেবে রাখার ব্যাপারে আমাদের অনুপ্রাণিত করেছে।
পড়ুন সংশয় ডট কম, বাঙলাদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন না তারা পড়ুন সংশয় ডট লাইভ।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
যুক্তি যেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব