সেই তোমার কোমল ছোঁয়া হৃদয় করেছে আমায় দেউলিয়া,
আজও আমি সেই শূন্য খাঁচা বুকে গুরে বেড়াচ্ছি,
সেই শূন্য পথের পথিক আমি,
ধীর্ঘ পথ পারি দিয় আসছি তোমার ছায়া তলে,
দিবে কী আমায় ধীর্ঘ শ্বাস ফেলে তোমার বুকে নিদ্রা যেতে,
জানি না এ কেমন লোক চুরি খেলছ তুমি আমার সাথে,
সেই তোমার কোমল ছোঁয়া হৃদয় করেছে আমার দেউলিয়া,
আকা বাকা পথ হাঁটি হাঁটি পা পা করে আবার ফিরে আসছি তোমার সেই নীরে,
আবার সেই শূন্য হৃদয় টা কাণায় কাণায় ভরে উঠবে,
আজও আমি সেই স্বপ্নের হাবুডুবু খাচ্ছি আমি,
লেখক মোহাম্মদ রাসেল