Thursday, March 28, 2024
HomeSoftwareস্মার্টফোনে স্টোরেজ খালি কীভাবে করবেন? ফোন স্লো হয়ে গেলে এই উপায়ে ফাস্ট...

স্মার্টফোনে স্টোরেজ খালি কীভাবে করবেন? ফোন স্লো হয়ে গেলে এই উপায়ে ফাস্ট করুন

স্টোরেজ ফ্রি করতে এবং ফোনের পারফরম্যান্স আরও দ্রুত করতে নীচের দেওয়া পদ্ধতি অনুসরণ করুন

 

By Subheccha Das Poddar -October 24, 2021 3:33 PM

how-to-free-up-space-on-your-smartphone-fast-your-device

 

দৈনন্দিক জীবনের প্রতিটি ছোট-বড় মুহূর্তকে ফ্রেমবন্দি করা এখন যেন একটা নেশায় পরিণত হয়েছে। ফলে মোবাইল ইউজারদের চাহিদা অনুযায়ী এখন বেশিরভাগ টেক ব্র্যান্ড, স্মার্টফোনের সাথে বেশি স্টোরেজ অফার করে। কিন্তু সমস্যা হল, স্টোরেজ যতই বেশি থাকুক না কেন, কিছু সময়ে পরে সেটাও কম মনে হয় আমাদের। বিশেষত, যাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি বা ৬৪ জিবি, তারা ছয়-সাত মাস পর থেকেই ফোনে ‘Out Of Storage’ নোটিফিকেশনের সম্মুখীন হয়ে যান। তবে, অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনের একটা ভালো দিক হল, এতে থাকা স্টোরেজ স্পেস সহ বিভিন্ন অপশনের সাহায্যে ফোনের স্টোরেজ নিয়ন্ত্রণ করা যায়। আজ আমরা আপনাদের এমন কয়েকটি অপশন সম্পর্কে জানাবো, যেগুলি অনুসরণ করে আপনারা খানিকটা হলেও স্টোরেজ ফ্রি করতে এবং ফোনের পারফরম্যান্স আরও দ্রুত করতে পারবেন।

 

স্মার্টফোনে স্টোরেজ খালি কীভাবে করবেন (How to Free-Up-Space-on-Smartphone)

 

১) ফোনের স্টোরেজ খালি করতে প্রথমেই স্মার্টফোনের সেটিংসে চলে যান।

 

২) এবার স্টোরেজ অপশনে ট্যাপ করুন।

 

 

৩) এখানে ফাইল আকারে যাবতীয় কন্টেন্টের লিস্ট এবং সেগুলি কতটা স্পেস নিয়ে আছে তা দেখানো হবে।

 

৪) এবার ‘Free Up Space’ (ফ্রী আপ স্পেস) বিকল্পে ক্লিক করুন।

 

৫) এরপর, ‘Google Files App’ বা ‘Remove Items’ নামের একটি অপশন দেখতে পাবেন। এটিকে নির্বাচন করুন।

 

৬) ‘Remove Items’ ফিচারের সাহায্যে আপনি ব্যাকআপ নেওয়া ফটো এবং ভিডিও সরাতে বা রিমুভ করতে পারবেন।

 

এছাড়া, আপনি ডাউনলোড করা ফাইল এবং কম ব্যবহৃত অ্যাপগুলি সরিয়ে ফেলে মোবাইলের স্টোরেজ বাড়াতে পারবেন।

 

ফোনের স্টোরেজ খালি করতে ক্যাশে মেমরি (Cache Memory) ক্লিয়ার করুন

ফোনের অনেক স্টোরেজ ক্যাশে মেমরির জন্য ভর্তি হয়ে যায়। তাই এটি ক্লিয়ার করার জন্য প্রথমেই সেটিংস অপশনে চলে যান। তারপর, স্টোরেজ বিভাগে চলে যান। এখানে, ‘cache’ লেখা একটি অপশন দেখতে পাবেন। এটিকে ক্লিয়ার করুন। জানিয়ে রাখি, ক্যাশে মেমোরি সরিয়ে দেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা কোনো ফাইল ডিলিট হবে না।

 

এছাড়া, স্মার্ট স্টোরেজ টগল (Smart Storage Toggle) অপশনের মাধ্যমেও আপনি আপনার স্মার্টফোনের স্টোরেজ খালি করতে পারবেন। এই, অপশন অ্যাক্টিভ করা হলে, ৩০, ৬০ বা ৯০ দিন অন্তর ব্যাকআপ নেওয়া ছবি আপনা থেকে রিমুভ হয়ে যাবে।

 

স্মার্টফোন থেকে অব্যবহৃত অ্যাপ কীভাবে ডিলিট করবেন (How to Delete Unused Apps)

১. প্রথমেই, ডিভাইসে থাকা ‘Google Play Store’ অ্যাপটি ওপেন করুন।

 

২. এবার, স্ক্রিনের উপরের ডান দিকে থাকা প্রোফাইলে চলে যান।

 

৩. এরপর, ‘Manage Apps And Device’ লেখা বিকল্পে ট্যাপ করুন এবং সেখানে থাকা ‘Manage’ অপশনের মধ্যে ‘My Apps & Games’ বলে একটি বিকল্প দেখতে পাবেন।

 

৪. এখানে থাকা ‘Install’ অপশনে ট্যাপ করুন।

 

৫. স্ক্রিনের ডান দিকে ফিল্টার বিকল্প রয়েছে। এখান থেকে ‘Least Used’ ফিল্টারটি বেছে নিন।

 

৬. এবার, সব থেকে কম ব্যবহৃত অ্যাপের একটা তালিকা দেখানো হবে আপনাকে। এই তালিকা থেকে অব্যবহৃত অ্যাপ রিমুভ বা আনইনস্টল করতে পারবেন।

 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

স্মার্টফোনে স্টোরেজ খালি কীভাবে করবেন? ফোন স্লো হয়ে গেলে এই উপায়ে ফাস্ট করুন



Hero

Welcome to the future of building with WordPress. The elegant description could be the support for your call to action or just an attention-catching anchor. Whatever your plan is, our theme makes it simple to combine, rearrange and customize elements as you desire.

Translate »