Monday, May 6, 2024
Home Blog Page 4

হিজাবকে নিপীড়নের প্রতীক দাবি করে বিতর্ক উস্কে দিলেন তসলিমা

0
বিতর্কিত মন্তব্য করে বরাবরই আলোচনায় থাকতে ভালোবাসেন লেখিকা তসলিমা নাসরিন। এবার ভারতের হিজাব বিতর্কেও যোগ দিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। বললেন, হিজাব, বোরকা ও নেকাব আসলে নিপীড়নের প্রতীক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হিজাবের এই সমালোচনা করেন। এমন সময়ে তলসিমা এই মন্তব্য করলেন যখন ভারত জুড়ে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত।

Healthy Lifestyle: যৌনতায় বিশ্বসেরা গ্রিক-রা, কত নম্বরে রয়েছে ভারত? যা জানাচ্ছে সমীক্ষা

বিশ্ব সংসারে সবথেকে আদিম ক্রিয়া যৌনতা, তবে যৌনতা নিয়ে আজও আমাদের মনে অনেক রাখঢাক রয়েছে! যৌন সমস্যা নিয়ে আজও প্রকাশ্যে কথা বলতে অস্বস্তিবোধ করেন সিংহভাগ মানুষে! কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতা-ও একটি স্বাভাবিক জৈবিক ক্রিয়া! গবেষকরা দাবি করেন, একটি সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনতায় সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রিকরা! কোন স্থানে রয়েছে ভারত ?

সম্প্রতি এক কন্ডোম প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে একটি সমীক্ষা করা হয়েছে যেখানে প্রায় ২৬ টি দেশের তিরিশ হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়। সেই সমীক্ষায় দেকা গিয়েছে, যৌনতায় সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রিস। তথ্য অনুযায়ী, গ্রিসের ৮৭ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ সপ্তাহে অন্তত এক বার সঙ্গমে লিপ্ত হন।

এই সমীক্ষা অনুযায়ী ভারতে যৌনতা নিয়ে এখনও হাজারও লুকোছাপা রয়েছে! এদেশের ৯৫ শতাংশ মানুষই কন্ডোম ছাড়া সঙ্গমে লিপ্ত হতে পছন্দ করেন। সমীক্ষা বলছে, এদেশে বেশিরভাগ মহিলাদের নাকি অর্গাজম সম্পর্কে কোনও পরিষ্কার ধারণা নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গম ব্যাপারটা পুরুষদের হাতে নিয়ন্ত্রিত হয়।

এই সমীক্ষা অনুযায়ী ভারতে যৌনতা নিয়ে এখনও হাজারও লুকোছাপা রয়েছে! এদেশের ৯৫ শতাংশ মানুষই কন্ডোম ছাড়া সঙ্গমে লিপ্ত হতে পছন্দ করেন। সমীক্ষা বলছে, এদেশে বেশিরভাগ মহিলাদের নাকি অর্গাজম সম্পর্কে কোনও পরিষ্কার ধারণা নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গম ব্যাপারটা পুরুষদের হাতে নিয়ন্ত্রিত হয়।

আমেরিকা ও ইংল্যান্ডে সেক্স নিয়ে কোনও ছুৎমার্গ নেই বরং ওদেশে পুরুষ মহিলা নির্বিশেষে যৌনতায় এক্সপেরিমেন্ট করতেই বেশি পছন্দ করেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রাজিলের ৮৮ শতাংশ মহিলারা নাকি মিলনের শেষে অর্গাজম না হওয়ার কথা গোপন রাখেন।

১০ কোটি রুপি নিয়ে আসবেন, এক রাত আমি আপনার: ঐশ্বরিয়া

0

সৌন্দর্যের অন্যতম এক অভিনেত্রীর আরেক নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। বরাবরই যার সৌন্দর্যের কাছে ঘায়েল হয়েছে বহু পুরুষ । যার নজরকারা রুপ আর যৌবন দেখে তাকে কাছে পেতে চেয়েছে অনেকেই। কিন্ত তাকে কাছে পাওয়া তো এতো সোজা নয়। তাকে কাছে পেতে হলে খরচা করতে হবে কাড়ি কাড়ি টাকা।

গুগল ম্যাপের আদ্যপান্ত! গুগল ম্যাপ কি? কিভাবে কাজ করে? কিভাবে Missing Place এড করতে হয়? Local Guide কী?!! বিস্তারিত….

0

What is google map?
How to add missing location on google map?
What is local guide on g map?
ইত্যাদি

গুগল ম্যাপ কী (What is Google Map)?

গুগলের অসংখ্য সার্ভিসের মধ্যে একটি সার্ভিস হলো গুগল ম্যাপ।এই গুগল ম্যাপকে তাদের সেরা সার্ভিস বললে ভুল হবে না।কারন এই সেবাটি বর্তমানে অনেক জনপ্রিয় এবং কার্যকরি।গুগল আমাদের সুবিধা এবং জীবনযাত্রার মান উন্নয়নে তাদের অনেক সার্ভিস বিশ্বের প্রত্যন্ত অন্চলেও পৌছে দিয়েছে।তার মধ্যে একটা গুগল ম্যাপ/Google Maps।এই সেবার মান এতোই উন্নত যে একটা অজপাড়া গায়ের ছোট ছোট রাস্তার লোকেশনও এখানে পাওয়া যায়।বর্তমানে গুগল ম্যাপ ছাড়া কোনো অচেনা জায়গার ঠিকানা কাউকে জিজ্ঞাসা না করে শুধু এই ম্যাপ এর সাহায্য নিয়ে যেতে পারবেন।এমন কি আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সেটাও এই ম্যাপ ঠিক করে দিতে পারে।আবার মোট দুরত্ব , বাইক/গাড়ি/হেটে যেতে কত সময় লাগবে তা ও এই ম্যাপ আগে থেকে বলে দিতে পারে।

গুগল ম্যাপ কিভাবে কাজ করে?

গুগল ম্যাপ মূলত স্যাটলাইট এর মাধ্যমে কাজ করে।এই গুগল ম্যাপ আপনার ফোনের লোকেশন সেবার জিপিএস পদ্ধতির মাধ্যমে আপনার লোকেশন ট্রাক করতে পারে এবং ম্যাপে আপনার অবস্থান দেখায়।আবার স্ট্রিট ভিউয়ে যেকোনো তথ্য সংযোজনের পাশাপাশি এরিয়ার ৩৬০ডিগ্রী ছবি সংযোজনের জন্য গুগলের
রয়েছে জিপিএস কোঅর্ডিনেট কার সিস্টেম ।এছাড়াও রয়েছে
অপটিকাল ক্যারেক্টার রিকগনিশন ক্যাপাবিলিটি। এর সাহায্যে গুগল যেকোনো এরিয়ার ট্রাফিক সিগন্যাল, রাস্তার চিহ্ন যোগ করে গুগল ম্যাপে। এভাবেই স্ট্রিট ভিউ (Street View) গুগল ম্যাপে তৈরী হয়।আবার গুগলের এই সার্ভিস সমষ্টিগত ভাবে কাজ করে (ex. Satlite,Maps Partner)।

গুগল ম্যাপে বিশ্বের এত জায়গার লোকেশন কিভাবে এড করা হয়েছে?

….২০০৫ সালে গুগল এই সেবাটি চালু করার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য যায়গার লোকেশন রয়েছে এখানে।আপনি কি যানেন কে বা কারা কিংবা কিভাবে এই লোকেশন এড হয়েছে?এই সকল লোকেশন যেগুলো আপনি আমি সার্চ করলে আসে।এই সবগুলোই এড করেছে আপনার আমার মতো সাধারন মানুষেরাই।আপনিও চাইলে তাদের এই কাজে কন্ট্রিবিউট করতে পারেন।আপনিও গুগল ম্যাপে না থাকা যেকোনো লোকেশন এড করতে পারবেন।

 

কিভাবে গুগল ম্যাপে লোকেশন এড করব?

Healthy Lifestyle:হস্তমৈথুন খারাপ অভ্যাস নয়, কমায় প্রস্টেট ক্যানসারের ঝুঁকি, রয়েছে আরও নানা উপকারিতা

হস্তমৈথুন নিয়ে অনেকের মনেই অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেকেই মনে করেন হস্তমৈথুনে ক্ষতি হয়! কিন্তু নানা সময়ে, নানা গবেষণায় দেখা গিয়েছে শরীরের নানা উপকার-ই করে থাকে হস্তমৈথুন!

পলাতকা, শেষ গান – যারা আমার সাঁঝসকালের রবীন্দ্রনাথ ঠাকুর

0

পলাতকা,

শেষ গান –

যারা আমার সাঁঝসকালের

গানের দীপে জ্বালিয়ে দিলে আলো

আপন হিয়ার পরশ দিয়ে;

এই জীবনের সকল সাদা কালো

যাদের আলোক-ছায়ার লীলা;

মনের মানুষ বাইরে বেড়ায় যারা

তাদের প্রাণের ঝরনা-স্রোতে

আমার পরান হয়ে হাজার ধারা

চলছে বয়ে চতুর্দিকে।

নয় তো কেবল কালের যোগে আয়ু,

নয় সে কেবল দিনরজনীর সাতনলি হার,

নয় সে নিশাস-বায়ু।

নানান প্রাণের প্রীতির মিলন

নিবিড় হয়ে স্বজনবন্ধুজনে

পরমায়ুর পাত্রখানি

জীবনসুধায় ভরছে ক্ষণে ক্ষণে।

একের বাঁচন সবার বাঁচার

বন্যাবেগে আপন সীমা হারায়

বহুদূরে; নিমেষগুলির ফলের গুচ্ছ

ভরে রসের ধারায়।

অতীত হয়ে তবুও তারা

বর্তমানের বৃন্তদোলায় দোলে,–

গর্ভ-বাঁধন কাটিয়ে শিশু তবু

যেমন মায়ের বক্ষে কোলে

বন্দী থাকে নিবিড় প্রেমের গ্রন্থি দিয়ে।

তাই তো যখন শেষে

একে একে আপন জনে

সূর্য-আলোর অন্তরালের দেশে

আঁখির নাগাল এড়িয়ে পালায়,

তখন রিক্ত শুষ্ক জীবন মম

শীর্ণ রেখায় মিলিয়ে আসে

বর্ষাশেষের নির্ঝরিণীসম

শূন্য বালুর একটি প্রান্তে

ক্লান্ত সলিল স্রস্ত অবহেলায়।

তাই যারা আজ রইল পাশে

এই জীবনের সূর্য-ডোবার বেলায়

তাদের হাতে হাত দিয়ে তুই

গান গেয়ে নে থাকতে দিনের আলো–

ব’লে নে ভাই, এই যে দেখা এই যে ছোঁওয়া,

এই ভালো এই ভালো।

এই ভালো আজ এ সংগমে

সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকার মৃত্যুবরণ নিয়ে সারাবিশ্বে শোকের ছায়া নামলেও মুসলিম মুমিনগণ বলেন তিনি জাহান্নামে যাবেন

কান্নাহাসির গঙ্গাযমুনায়

ঢেউ খেয়েছি, ডুব দিয়েছি,

ঘট ভরেছি, নিয়েছি বিদায়।

এই ভালো রে ফুলের সঙ্গে আলোয় জাগা,

গান গাওয়া এই ভাষায়;

তারার সাথে নিশীথ রাতে

ঘুমিয়ে-পড়া নূতন প্রাণের আশায়।

 

৭টি গো’পন কাজ যা মেয়েরা একা থাকলেই করে

0

জেনে নিন সেই কাজ গুলো যেগুলো মেয়েরা কখনোই শি’কার করে না।

১) গো’পনাঙ্গে পরিবর্তন আনার পর অনুশোচনা আশা:- অনেক সময় মেয়েরা উ’ত্তেজিত হয়ে গিয়ে তাদের গো’পনাঙ্গ সেভ করে ফেলে।

কিন্তু এতে অনেকটাই ক্ষ’তি হতে পারে প্রথমে হয়তো ক্ষণিকের জন্য ম’সৃণতা পাওয়া যেতে পারে কিন্তু তারপরেই ভ’য়ঙ্করভাবে চু’লকানি শুরু হয়ে যায় । কিন্তু তারাই অ’ভিজ্ঞতার শি’কার হওয়ার পরেও বয়ফ্রেন্ডের সাথে কোন সম্পর্কে লি’প্ত হওয়ার আগে ঠিক

যত পু’রুষা’ঙ্গ দেখেছি সবগুলো থেকে দুর্গ’ন্ধ বেরিয়েছে : তসলিমা

0

বাজার ওয়েবসাইটে প্র’কাশিত একটি প্র’তিবেদনের প্রেক্ষিতে লেখক তসলিমা নাসরিন ফেসবুক পেজে এমন কথা বলেন, আরও পড়ুন : ‘হৃদয়ের কথা’ ছবির একটি গানে প্রথমবার আমার সঙ্গে তিনা পারফর্ম করেছিল। নাচের একটা দৃশ্য ছিল এমন, তিনা ঘুরে বসেছে এবং তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে; আমি তাকে হাত ধরে টেনে তুলি।

টেনে তোলার সময় আমি তার দিকে তাকিয়ে আছি। বলে রাখা ভালো, ওটা ছিল লাইভ পারফর্মেন্স। অনেক শ্রোতা দেখছিলেন। তখন তিনার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। ওই সময়ে তিনাকে দেখে কেন জানি আমার মনের ভায়োলিন বেজে উঠেছিল।

এমন এক দেশের গল্প বলব আজ যেখানে সব থাকে আজব প্রাণী, Lopa Rahman

0
এমন এক দেশের গল্প বলব আজ যেখানে সব থাকে আজব প্রাণী,
নিজ দেশের সংবিধান না মেনে সবাই কেবল শোনায় ধর্মের বাণী!
সেখানে ভালোবাসার মানুষকে খোলা আকাশের নিচে চুমু খেলে নাই তোমার মাফ,
তবে পুরুষ হয়ে জন্ম হলে মনের হরষে যেথা সেথা করিতে পারিবে প্রস্রাব!
সেথা নারী-পুরুষের ভালোবাসাবাসিতে সবার আপত্তি যত;
অথচ সেই ভালোবাসার ফসল জনসংখ্যা কেবল বাড়ছে শতশত!
মনে তাই প্রশ্ন জাগে সেই জনসংখ্যা গুলো কি তবে কেবল যৌনতারই ছাপ?
নারী-পুরুষের ভালোবাসাবাসিই যেখানে গণ্য হয় সবচেয়ে বড় পাপ!
কোরআন কোরআন বলে চিৎকার করে তারা বলে কুরআনেই নাকি আছে সকল সুখ,
অথচ সেই কোরআনের আইন অমান্য করে নারী নেত্রীর আঁচলে ঢাকে নিজের মুখ!
মুক্তমনারা নাকি তাদের অনুভূতিতে আঘাত করে এই বলে চিল্লায়,
কিন্তু মোল্লারা যখন বিধর্মীদের অনায়াসেই গালি দেয় তখন দাঁত কেলায়!
মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে তারা পরকালের সুখ চায়,
অথচ সূরা নিসার ৩৪ আয়াতের বরাত দিয়ে হুদাই বউ পেটায়!
সেই আজব দেশের নামটি কি ভাই তোমরা কি কেউ জানো?
জেনে থাকলে নিজ বিবেকরে শুধাও তোমরা কেমনে এসব মানো?!
আমি বাপু সেই দেশেরই মানুষ তাই মনে মনে হাসি,
ওদের বিবেককে নাড়া দিতে লাখো মানুষের গালি খেয়েও দু’চারটে কথা বলি;
কারণ দেশটাকে যে বড্ড ভালোবাসি!🤗
Lopa Rahman
1.6.2020

৩০ বছর আগে প্রেমিককে রাস্তায় চুমু খেয়েছিলাম: তসলিমা নাসরিন

0

নিজের প্রেমজীবনে সমাজের কোনো তোয়াক্কা করেননি তসলিমা নাসরিন! যেমন হুড়মুড়িয়ে প্রেমে পড়েছেন। নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন পৃথিবীর সব চাইতে সুন্দর ও আনন্দের এই অনুভূতির কাছে। সেখানেও জিতে গিয়েছিল তার সাহসিকতা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ২০১৬-র একটি পোস্ট নতুন করে শেয়ার করেন লেখিকা। সেখানে ফলোয়ারদের সামনে এনেছেন কী ভাবে ছক ভাঙা পথে হেঁটে প্রেমে মগ্ন ছিলেন তিনি। সামনে এনেছেন একান্ত ব্যক্তিগত অনুভূতিও।

প্রথম বাংলাদেশি হিসাবে লোফিসেয়েলের প্রচ্ছদকন্যা হলেন ফারনাজ আলম

0

প্রচ্ছদের বিষয় ছিল প্রথাবিরোধী। কারণ গতানুগতিকতার স্রোতে গা ভাসাতে চাননি তিনি। থিমটা তারই দেওয়া। এই থিমে লুকটা করা হয়েছে রাজকন্যার মতো। আর তিনিই প্রথম বাংলাদেশি হিসাবে লোফিসেয়েলের প্রচ্ছদকন্যা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশি রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম এর কথা। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের বিষয় হয়েছেন। তার সাক্ষাৎকার এবং তার ব্র্যান্ড কণা বাই ফারনাজ আলমের বিভিন্ন প্রসাধনী দিয়ে মেকওভারের ছবি ছাপা হয়েছে। এবার তারই ধারাবাহিকতায় ফ্যাশন ম্যাগাজিন লোফিসিয়েলের আরব সংস্করণের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন ফারনাজ আলম।

ঢাকা গেলেন ছেলে, ফিরলেন মেয়ে হয়ে

ছেলে হয়ে জন্মালেও শৈশব থেকে তার ইচ্ছে ছিল মেয়েদের মতো। তবে ছোট থেকে মনে প্রশ্ন জাগতো সে আসলে কি? ছেলে নাকি মেয়ে। কারণ মেয়েদের  মতো তাকে সাজগোজ করতে তার খুব ইচ্ছে হতো। আর তিনি বাড়ি থেকে ছেলে হয়েই ঢাকা গেলেন। আর ফিরলেন মেয়ে হয়ে।

বড় হয়ে নিজের সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে অপারেশনের মাধ্যমে নিজেকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করেছেন। সুবল শীল থেকে রূপান্তরিত হয়ে এই নারী এখন মেঘা শর্মা নাম রেখেছেন।

Hijab Row: ধর্ম নিরপেক্ষ সমাজ গড়তে সব ধরণের ধর্মীয় প্রতীক বর্জন করুন, হিজাব বিতর্কে তসলিমা

0

হিজাব বিতর্কে এবার মুখ খুললেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তসলিমা বলেন, কেউ কেউ ভাবেন, হিজাব মানে ধর্মনিরপেক্ষতা। কিন্তু না, হিজাব মানে ইসলামের ধর্মীয় প্রতীক। নারীকে পর্দার আড়ালে রাখার একটি কৌশল হল হিজাব। অর্থাৎ হিজাবকে নারী বিদ্বেষ হিসেবে প্রকাশ করা হয় বলে দাবি করেন তসলিমা। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্ম নিরপেক্ষ দেশ তৈরি করতে সব ধরণের ধর্মীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন তসলিমা নাসরিন।

কর্ণাটকের উদুপি পিইউ কলেজে হিজাব বিতর্ক তুঙ্গে। কর্ণাটকের ওই কলেজে হিজাব বনাম গেরুয়া উত্তরীয়র লড়াই শুরু হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

আরও পড়ুন:   মালালার টুইটে ভারতে বিতর্কের ঝড়

Hijab Row

হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্ক যাতে আর ছড়াতে না পারে, তার জন্য মাঠ নামতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্কে ইতি টানতে আদামী ৩ দিন দক্ষিণের এই রাজ্যে সমস্ত স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছেবিজেপি সরকারের তরফে।

স্কুল ড্রেস মানব না, আইন মানব না, এর নাম মজলুম? খুবই আজব মডারেট মুমিন আপনি।

0
আচ্ছা, মাদ্রাসাতে কোন মেয়ে যদি জিন্স টিশার্ট পরে পড়তে যায় তাকে কি মাদ্রাসা ঢুকতে দিবে? যদি না দেয় তখন আপনি কি বলবেন? বলবেন কোন আক্কেলে মাদ্রাসায় এই ধরণের পোশাক পরে গেছে? কারণ মাদ্রাসার ড্রেসকোড হচ্ছে চোখমুখ মাথা ঢেকে রাখা। এখন যদি কেউ সেখানে গিয়ে জিন্স টি-শার্টের দাবী তোলে কেউ কি তার পক্ষে বলবেন, জিন্স টি-শার্ট পরা মেয়েদের অধিকার? প্রিয়াংকা গান্ধি বলেছেন, কে হিজাব পরবে, কে বিকিনি পরবে সেটা তার চয়েজ। তাহলে মাদ্রাসায় কেন টি-শার্ট শর্ট স্কাট পরে পড়তে যাওয়া যাবে না?
ভারতের কোন রাজ্যেই মুসলিম নারীদের হিজাব বোরখা পরা নিষিদ্ধ করেনি।
কিন্তু কুরাজনীতিতে সব ঢেকে গেছে। কুলিবারাল সব ঢেকে দিয়েছে। বলা হয়েছে স্কুল কলেজে ড্রেসকোডের বাইরে কেউ অতিরিক্ত পোশাক হিসেবে হিজাব বোরখা পরতে পারবে না। কেউ কি পুলিশে চাকরি করে দাবী করতে পারেন তিনি পুলিশের পোশাক পরবেন না? সবচেয়ে বড় কথা শ্রেণী কক্ষে সম্প্রদায় ধনী গরীব নির্বিশেষে সকলকে একই মর্যাদায় আনার জন্যই ইউনিফর্ম পরানো হয়। শুধুমাত্র মুসলিমদের কাছ থেকে এগুলোর বিরোধীতা ছাড়া আর কোন ধর্ম সম্প্রদায়ের কাছ থেকে আসে না। স্কুল কলেজের বাইরে আপনি হিজাব পরেন বোরখা পরেন কে মানা করছে? যে মেয়েটি বোরখা পরে কর্নাটকে ‘আল্লাহ আকবর’ বলে ভাইরাল হয়েছে তার এই ছবিগুলিতে তার মুখ খোলা, তার চুল প্রদর্শিত- তাকে দেখে কি হিন্দু মুসলমান বলে আলাদা করা যাচ্ছে? তাহলে শুধুমাত্র কলেজে নিজেকে বোরখা পরিয়ে মুসলিম আইডেন্টি প্রতিষ্ঠা করতে কেন গেলো? পুরো বিষয়টিতে আছে ছক কষা হিসেব। প্রিয়াংকা গান্ধি দুম করে বলে দিলেন, হিজাব পরা মুসলিম মেয়েদের চয়েজ এখানে কেউ জোরখাটাতে পারবে না। অথচ কোথাও এরকম কোন নির্দেশনা কি দেয়া হয়েছে? হয়নি। ভারতে কি স্বাদে বাম-কংগ্রেসের ভোট কমে হিন্দুত্ববাদীদের ভোট বেড়েছে?

মালালার টুইটে ভারতে বিতর্কের ঝড়

0

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে গত কয়েক সপ্তাহে কয়েকটি স্কুল ও কলেজে হিজাব পরা মেয়েদের ক্লাসে ঢুকতে না দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। বিতর্ক এখন ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছে। নোবেল বিজয়ী পাকিস্তানি বংশোদ্ভূত মালালা ইউসুফজাইয়ের এক টুইট স্পর্শকাতর এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। 

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) এক টুইটে মালালা লিখেছেন, ‘হিজাব পরার কারণে মেয়েদের স্কুলে ঢুকতে না দেওয়া ভয়ঙ্কর ব্যাপার। বেশি কাপড় বা কম কাপড় – যেকোন অছিলাতেই নারীদের পণ্য বানানোর প্রবণতা চলছেই।’

চোখ দিয়েই নারীরা রাস্তাঘাটে, ঘরে বাইরে প্রতিনিয়ত ধর্ষন হচ্ছে আবার কেউ কেউ এই চোখের মায়াজালেই মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহিপ্রকাশ -Lopa Rahman

0
মানুষের চোখের একটা নির্দিষ্ট কারুকাজ আছে, সেই চোখ যত ছোট কিংবা বড়, কাজল কালো কিংবা শুভ্র সাদা হোক না কেনো সেই চোখের গভীরে একটু লক্ষ্য করলেই সেই মানুষটা সম্পর্কে কিছুটা হলেও ধারনা করা যায় আর সেইজন্যই হয়তো কবিরা বলেছেন ‘চোখ যে মনের কথা বলে’। এই চোখ দিয়েই নারীরা রাস্তাঘাটে, ঘরে বাইরে প্রতিনিয়ত ধর্ষন হচ্ছে আবার কেউ কেউ এই চোখের মায়াজালেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এসকল আবেগের বহিপ্রকাশ যুগে যুগে সেই আদিকাল থেকেই ঘটিয়ে আসছে। একটি মানুষকে চেনার সবচাইতে সহজ ও কার্যকারী উপায় হচ্ছে এই চোখ।
আগে আমি কারও চোখের দিকে গভীরভাবে তাকাতে ইতস্তত বোধ করতাম সেই নির্দিষ্ট মানুষটির কুৎসিত রুপটি দেখে ফেলার ভয়ে কিন্তু আজ জীবনের এইক্ষনে এসে নিজের নিরাপত্তার খাতিরে প্রতিনিয়ত প্রতারিত হবার ভয়ে এই চোখের গভীরে যেয়ে আশেপাশের মানুষগুলো কে বোঝার চেষ্টা করি এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে সেখান থেকে কিছুটা হলেও মানুষগুলো সম্পর্কে ধারনা পাওয়া যায়! সেই অভিজ্ঞতা থেকেই আমার ধারনা বেশীর ভাগ বাঙ্গালীর চোখের মধ্যেই সর্বক্ষন অস্হিরতা বিদ্যমান থাকে যেখানে থাকে সর্বদা ধরা পরে যাবার ভয়!
আমাদের ধর্মে চোখ সংযত করার এবং সেই চোখযুগল সর্বক্ষন নিচু রাখার কঠিন নির্দেষ আছে যার অন্যতম কারন হলো সুন্দরী রমনী কিংবা শিশুকে দেখে আপনার যৌন উত্তেজনাকে সংবরন করা কিন্তু কার্যত ধার্মিকরা এই পদ্ধতি অবলম্বন করে তেমন উপকারিতা পাচ্ছেন না কেননা একটি সুন্দর জিনিসকে আপনি যখন সুন্দর হিসেবেই মন ভরে দেখবেন তখন এই দেখা থেকেই আপনার মধ্যে সেই সুন্দরের সাথে একটা আত্মিক সুসম্পর্ক তৈরী হয় যা মানবতাকে প্রশস্ত করে আর অপরদিকে ক্রমাগত ঈমান হারানোর ভয়ে আপনি যখন কোনও সুন্দর জিনিস দেখা থেকে নিজেকে বঞ্চিত করবেন তখন সেই জিনিসটি কে ঘিরে আপনার ভেতরে এক কৌতুহল জাগবে এবং তারই রেষ থেকে তৈরী হবে এক অদম্য ক্ষুধা যা খুবই ভয়ংকর! এইজন্যই ধার্মিকরা অনায়াসেই নারীকে খাবারের সাথে তুলনা করে তাকে আপাদমস্তক ঢেকে রাখার কঠিন নির্দেষ দেন যাতে করে কামার্ত মানুষগুলো নারী দেখেই তার উপর ঝাপিয়ে না পরে।
কিন্তু এই শিক্ষায় তারা নারীকে একটা সুস্বাদু খাবারের ন্যায় দেখে বিধায় যখন তখন ক্ষুধার্ত কামবাসনায় তাদের উপর যখন তখন ঝাপিয়ে পরতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না এবং আল্লাহ যেহেতু পাহাড় সমান গুনাহ করলেও তার কাছে মাফ চাইলে তিনি অনায়াসেই মাফ করে দেন তাই ধার্মিকেরা সেই আশাতেই পাপের বোঝা পাহাড় সমান করাতে কোনওরকম অনুতপ্ততার স্বীকার হন না এবং যখন তখন কুকীর্তি করে শুধুমাত্র সেই না দেখা আল্লার কাছে চোখের পানি আর নাকের পানি মিলেমিশে একাকার করে মাফি পাওয়ার সুবর্ন সুযোগ যখন তখন কাজে লাগান। এতে করে তাদের মানবতার বিকাশ অন্যান্য সেকুলার মানুষের মতো সম্ভবপর হয়ে ওঠে না!
তাই বলি চোরের মতো চোখ লুকিয়ে না রেখে নিজের চোখের সাথে অন্তরের সংযোগ ঘটান এবং এই চোখের গভীরতা দিয়েই মানুষ চিনুন।
Source: Facebook Lopa Rahman

৯ বছরে হিন্দুদের উপর ‘৩৬৭৯ হামলা’

0

মুসলিম রাষ্ট্রগুলির যেখানে কিঞ্চিত শরীয়া শাসন জারি আছে কোথাও জিজাব বোরখা পরাকে মেয়েদের চয়েজের উপর ছেড়ে দেয়া হয়নি। কিন্তু যখন এই মুসলিম নারীরাই গণতান্ত্রিক সেক্যুলার পাশ্চত্য দেশে যাচ্ছে তখনই তাদের কাছে হিজাব মাই চয়েজ হয়ে যাচ্ছে!

0
কর্নাটক ভারতে বলেই সেখানে মুসলিম মেয়েরা হিজাব বোরখার জন্য আন্দোলন করছে। হিজাব বোরখা কোন নারীর চয়েজ নয়। যদি মুসলমানরা এমনটা বিশ্বাস করত তাহলে ইরানে হিজাব বোরখার বিরুদ্ধে আন্দোলন করে নারীদের জেলে যেতে হতো না। আফগানিস্থানে উন্মক্ত মাথায় মেয়েরা চলাফেলা করলে তাদের গুলি করে মারা হবে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরীয়া আইন থাকায় সেখানে হিজাব বোরখা না পরলে মেয়েদের শরীয়া পুলিশ ধরে পেটায়।
কোন ছেলের সঙ্গে কোন মেয়ে গোপনে দেখা করতে গেলে বেত্রাঘাত করা হয়। মুসলিম রাষ্ট্রগুলির যেখানে শরীয়া শাসন, আধা শরীয়া শাসন, কিঞ্চিত শরীয়া শাসন জারি আছে কোথাও জিজাব বোরখা পরাকে মেয়েদের চয়েজের উপর ছেড়ে দেয়া হয়নি। এগুলো পরা বাধ্যতামূলক না পরলে জরিমানা। কিন্তু যখন এই মুসলিম নারীরাই গণতান্ত্রিক সেক্যুলার পাশ্চত্য দেশে যাচ্ছে তখনই তাদের কাছে হিজাব মাই চয়েজ হয়ে যাচ্ছে! ভারতের মত দেশকে মুসলিম ভাবধারায় ফুটিয়ে তুলতেই সেখানে মুসলিম সংগঠনগুলি স্কুল কলেজে মুসলিম মেয়েদের মাধ্যমে হিজাব বোরখা পরিয়ে পাঠানো হয়। প্রতিষ্ঠানের ড্রেসকোড মান্য না করে জোর করে হিজাব বোরখা পরে যখন বাঁধার সম্মুখিন হয় তখন ‘ইসলামফোবিয়ার’ চিত্কার করে মিডিয়া কভারেজ নেয়াই তাদের উদ্দেশ্য। আমেরিকাতে লিবারালদের ম্যানেজ করে যেমন করে বাংলাদেশী নাজমা বেগম ‘হিজাব দিবস’ আদায় করে নিয়েছে। এই নাজমা কি জানত না তার জন্মস্থান বাংলাদেশে মেয়েরা মাথায় কাপড় না দিলে তাদের চরিত্রহীন কুলটা বলা হয়? তবু সে আমেরিকার সাদাদের বুঝাতে গেছে মুসলিম নারীদের জন্য হিজাব হচ্ছে চয়েজ। সে এটা পরতে চায় তাকে পরতে দাও…।

সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকার মৃত্যুবরণ নিয়ে সারাবিশ্বে শোকের ছায়া নামলেও মুসলিম মুমিনগণ বলেন তিনি জাহান্নামে যাবেন

0
প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকার মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর সঙ্গীতপ্রেমীদের মধ্যে সকলেই এখন শোকের মধ্যে আছে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমগণ এই মৃত্যুর পরে ফি নারি জাহান্নামা বলে লতার মরদেহকে অশ্রদ্ধা এবং অসম্মান জানাচ্ছেন, যা দেখে আমি মর্মাহত।
এমনকি, শাহরুখ খান কেন তার মরদেহের মাগফেরাত কামনা করে প্রার্থণা করলেন, এই নিয়েও শুরু হয়েছে মুমিন সম্প্রদায়ের বিশেষ স্থানে চুলকানি। এই চুলকানির মূল কোথায়?

সঙ্গীর সাথে ঝগড়া করুন, সম্পর্ক মজবুত থাকবে

0

ছোট-খাটো কারণেই দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে। একটি সম্পর্ক তৈরি হতে অনেকটা সময় লাগলেও ভেঙে যেতে এক মুহূর্তই যথেষ্ট। একে অপরের একটু প্রশংসা, জীবনের সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে উদযাপন করুন- এই সামান্য প্রয়াসটুকুই অনেক সময় বড় ক্ষতে প্রলেপ লাগিয়ে দিতে পারে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক মানেই ঘনিষ্ঠতা। তবে কেবল শারীরিক ঘনিষ্ঠতার জোরে সম্পর্ক টেকানো মুশকিল। মনের মিল, একে ওপরের সাথে ভালো বোঝাপড়া সম্পর্কের বুনিয়াদ মজবুত করে। ঝগড়া বা সংঘাতকে কখনই ভয় পাবেন না। কোনো কিছু নিষ্পত্তির জন্য ঝগড়া ভীষণ জরুরি। অনেক সময়ই দম্পতির মধ্যকার ভিন্নতা সম্পর্ককে আরও মজবুত করে।

Translate »